1. admin@protidinerrajshahi.com : admin : Joule Ahmed
রাজশাহী নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে সহযোগিতা করবে এডিবি - প্রতিদিনের রাজশাহী
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত  নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট ও খুন শিবগঞ্জে বিজিবির অভিযানে মালিকবিহীন ৩১ টি ফোন আটক বাগমারার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস অভিবাসীদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে মোহনপুরে বিজয় দিবসে জামায়াত-শিবিরের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে গোমস্তাপুরে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালী
বিজ্ঞাপনঃ
দেশের  জনপ্রিয়  সংবাদ মাধ্যম প্রতিদিনের রাজশাহী তে জেলা, উপজেলা,ক্যাম্পাস ও বিভাগে  সাংবাদিক নিয়োগ দিচ্ছেন। আগ্রহীরা যোগাযোগ করুন।

রাজশাহী নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে সহযোগিতা করবে এডিবি

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক  : রাজশাহীতে থার্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় বিশেষ অতিথি ছিলেন সিআরডিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হামিদুল হক, প্রজেক্ট টিম লিডার এসজিডব্লিউইউডি এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পুষ্কর শ্রীবাস্তব। সভায় সিআরডিপি-৩ প্রকল্পে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ অন্তর্ভূক্তির বিষয়ে আলোচনা করা হয়। সিআরডিপি-৩ প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীর উন্নয়ন কাজ বাস্তবায়নের কথা জানান প্রকল্প পরিচালক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রতিনিধিবৃন্দ।

 

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আজকের দিনটি সত্যিই আনন্দের। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে সহায়তা করছে এশিয়া উন্নয়ন ব্যাংক। ইতোমধ্যে রাজশাহী মহানগরীর উন্নয়নে সরকারের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। যা দিয়ে রাজশাহী মহানগরীকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সিটি মেয়রদের রাজশাহী দেখে আসার জন্য বলেছেন। সকলের সহযোগিতায় রাজশাহীকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

রাসিক মেয়র মহোদয় বলেন, সিআরডিপি-৩ প্রকল্পে বিভিন্ন উন্নয়ন কাজ অন্তর্ভূক্তির জন্য আমরা প্রস্তাবনা দিয়েছেন। এরমধ্যে তিনটি খালের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও উন্নয়ন কাজ রয়েছে। খাল উন্নয়ন সহ বিভিন্ন কাজ জনগণের কল্যানে কাজে লাগবে। যতটুকু পারি আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নিব। মি. পুষ্কর শ্রীবাস্তব আমাকে বলেছেন, প্রকল্পে যে পরিমাণ অর্থায়নের তারা ভাবছেন, সেটি আমাদের গ্রহণযোগ্যতা, কাজের দক্ষতা ও জনগণের সুফলপ্রাপ্তি সাপেক্ষে বাড়তে পারে।সিআরডিপি-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হামিদুল হক বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন। রাজশাহীকে বদলে দিয়েছেন তিনি। এই বছরের মধ্যেই এডিবির এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। বদলে যাওয়া রাজশাহী মহানগরীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার। সভা মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্রকল্পের ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট মিস অকজু জিওন, এ্যসোসিয়েট প্রজেক্ট এনালিস্ট মিস মারিয়া এ্যাঞ্জেলা মালিহা। অনুষ্ঠানে রাসিকের উন্নয়ন কর্মকান্ডের সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন এবং সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর।

সভায় অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সাইট সমূহ পরিদর্শন করেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর