অনলাইন ডেস্কঃ দেশব্যাপী পরিচালিত সাংবাদিক সংগঠন “ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ” এর ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কমিটি অনুমোদন হয়েছে।
২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সংগঠন এর প্রতিষ্ঠাতা ও উন্মোচন টেলিভিশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও কমিটির মহাসচিব আলহাজ্ব সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটি তে সংগঠন এর প্রতিষ্ঠাতা ও উন্মোচন টেলিভিশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান (হবিগঞ্জ) কে চেয়ারম্যান ও উন্মোচন টেলিভিশন এর প্রধান সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম (শেরপুর) কে মহাসচিব ঘোষণা করে ২০২৪-২৫ সালের কমিটি অনুমোদন হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান হিসেবে ডাঃ সৈয়দ রুবায়েল আহমেদ (হবিগঞ্জ), যুগ্ম মহাসচিব আ স ম আবু তালেব (মুন্সিগঞ্জ) অর্থ সচিব সুজন মাহমুদ (যশোর) এবং নির্বাহী সদস্য হিসেবে মোফাজ্জল হোসাইন পলাশ (কুমিল্লা) ও মশিউর রহমান (রাজশাহী) মনোনীত হয়েছেন।
সংগঠন টি ২০২০ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সকল সাংবাদিক নির্যাতন, নিপীড়ন এর প্রতিবাদ ও মানববন্ধন পরিচালনা করে আসছে। এবং সাংবাদিকদের অধিকার আদায়ে বিভিন্ন দপ্তরে স্মারক প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রতিষ্ঠায় কাজ করে আসছ।
শীগ্রই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন এর বিষয়ে নব নির্বাচিত চেয়ারম্যান জানান, শীগ্রই নির্বাহী পরিষদের নেতৃত্ব পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন হবে। দেশের জাতীয় দৈনিক, অনুমোদিত অনলাইন পত্রিকা ও টেলিভিশন এর সংবাদকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ চলছে এবং পরবর্তী তে বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হবে।
সাংবাদিকদের অধিকার আদায়ে সর্বস্তরের সংবাদকর্মীদের দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানান নব নির্বাচিত মহাসচিব সহ সকল সদস্যবৃন্দ।