নিজস্ব প্রতিবেদক :জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার বিকেল ৩টায় এনবিআর চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট এবং ভবিষ্যতে রাজশাহী শহরের পোর্টের কাস্টমস ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব লে. জেনারেল আবুল হোসেন, বিজনেস কনসালটেন্ট ড. এম সরদার উপস্থিত ছিলেন।