ডেস্ক নিউজঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় একটি রিফাইন্ড চিনির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।
সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, বিকেল ৪টার দিকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাষ্ট্রিজে আগুন লাগে। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।