মোঃ শাহিনুর রহমান তানোর,রাজশাহী: গতকাল বুধবার তানোর উপজেলা পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তিনি তানোর উপজেলার বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে অবগত হন এবং বিভিন্ন স্থান ঘুরে দেখেন। তিনি তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন এবং শিক্ষক ও ছাত্র -ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিদ্যালয়ের নানামুখী কার্যকলাপ সম্পর্কে দিক নির্দেশনামূলক কথা বলেন। এছাড়াও তিনি তানোর পৌরসভা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বৃক্ষ রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সুযোগ্য মেয়র মো: ইমরুল হক ,মোঃ আরব আলী কাউন্সিলর প্যানেল মেয়র-১। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার ভূমি আবিদা সিফাত, অফিসার ইনচার্জ আব্দুর রহিম তানোর থানা এবং সকল কাউন্সিলর বিন্দ ও উপজেলা – পৌরসভার অন্যান্য স্টাফ সহ প্রমুখ।