প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কারনেই আজকের স্বাধীন দেশ :রাজশাহীতে প্রতিমন্ত্রী দারা
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ বলেছেন, বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফলস্রুতিতে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ । তাঁর জীবনকাল অতিবাহিত হয়েছে গরীব দুখী মানুষের অধিকার আদায়ে । বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাঙালি জাতির স্বপ্ন পূরণ।
রবিবার (১৭ মার্চ) বিকেলে রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেছেন, জাতির পিতার কি স্বপ্ন , জাতির পিতার কি চিন্তা চেতনা তা সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই ১৭ই মার্চকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিশু দিবস ঘোষণা করেছেন।
আজ সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে এবং রাজশাহী কলেজ প্রাঙ্গণে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি।
জাতির পিতার জন্মবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী-০৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. চিন্ময় কান্তি, ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আয়েন উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, আবদুস সামাদ।এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 প্রতিদিনের রাজশাহী. All rights reserved.