স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরে আগামী ১৬ ইং ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন (১৯৯৪ সালে গঠিত) ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, মোহনপুন প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রনোজিত কুমার রতন, সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার, সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন, সাধারণ সম্পাদক দৈনিক সানশাইন ও সময়ের আলো পত্রিকার মোহনপুর প্রতিনিধি আরিফ উদ্দিন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকা ও পদ্মাটাইমস২৪ডটকম অনলাইন নিউজ পোর্টালের রির্পোটার রায়হানুল হক রিফাত, কার্য নির্বাহী সদস্য দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক জবাবদিহি পত্রিকার মোহনপুর প্রতিনিধি শাহিনুর রহমান।
এবার যথাযর্থ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করার বিষয়ে সকলের মতামত প্রদান করেন, এতে মোহনপুন প্রেসক্লাবের সকল সদস্যরা একমত পোষণ করেন।