নিজস্ব প্রতিবেদক ঃ ডাক্তার তৌফিক হাসান নিশাতকে সভাপতি ও ডাক্তার আশরাফুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক ও হুজ্জাতুল ইসলাম বিপ্লবকে সিনিয়র সহ সভাপতি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেপ্রতিবেদককে ইন্টার্ন চিকিৎসকদের নতুন কমিটি গঠিত হয়েছে।
এই বিষয়ে পূর্বের কমিটির সভাপতি ডাক্তার মেহেদী হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রতিবেদককে জানান,হাসপাতালের নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ইন্টার্ন চিকিৎসকদের অধিকার রক্ষায় নতুন কমিটি দেয়া হয়েছে। আমরা আশা করি তারা সাধারণ রোগীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়াবে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাকিব জানান, সাধারণ রোগীদের আস্থা অর্জন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং চিকিৎসকদের নিরাপত্তা ই আমাদের নতুন কমিটির প্রধান উদ্দেশ্য।