1. admin@protidinerrajshahi.com : admin : Joule Ahmed
রাজশাহী মহানরীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার - প্রতিদিনের রাজশাহী
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় পানিকামড়া বিল উন্মুক্ত করণের লক্ষ্য জমি মালিকদের আলোচনা সভা  আ.লীগের দাপটে বিজিবি সদস্য শহিদুলের মাদক সিন্ডিকেট, বাধা দেয়ায় স্বজনদের হয়রানি-হামলা গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত  নাটোরে মহাশ্মশানে ডাকাতি, মন্দিরে লুটপাট ও খুন শিবগঞ্জে বিজিবির অভিযানে মালিকবিহীন ৩১ টি ফোন আটক বাগমারার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস অভিবাসীদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে
বিজ্ঞাপনঃ
দেশের  জনপ্রিয়  সংবাদ মাধ্যম প্রতিদিনের রাজশাহী তে জেলা, উপজেলা,ক্যাম্পাস ও বিভাগে  সাংবাদিক নিয়োগ দিচ্ছেন। আগ্রহীরা যোগাযোগ করুন।

রাজশাহী মহানরীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, দু’টি মোবাইল ফোন, একটি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদ বিপ্লব হোসেন (২২) ও মো: সোহান (২০)। বিপ্লব রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউকলোনীর মোহাম্মদ আলম হোসেনের ছেলে ও সোহান বোয়ালিয়া থানার হেতেমাখাঁ এলাকার লাল মিয়ার ছেলে।ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার বাগমার থানার হায়াতপুরের মো: হাবিবুর রহমান ও তার বান্ধবী ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে গত ৪ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় ট্রেনে রাজশাহী রেল স্টেশনে নামেন। এরপর তারা রিক্সা নিয়ে ছোট বনগ্রামের উদ্দেশ্যে রওনা হন। রিক্সাটি শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছা মাত্রই ৪ ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং ছুরির ভয় দেখিয়ে দু’টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে তারা।পরবর্তীতে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা ও তার টিম ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করেন। এরপর আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি বিকাল পৌনে ৫ টায় অভিযান পরিচালনা আসামি বিপ্লবকে আসাম কলোনি রবের মোড় থেকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যমতে আসামি সোহানকে নিউমার্কেট থেকে গ্রেফতার করেন। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, দু’টি মোবাইল ফোন, একটি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার হয়। অন্যান্য আলামত উদ্ধার ও সহযোগী অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর