মোঃ শাহিনুর রহমান সিনিয়র স্টাফ রিপোর্টার : ৭ই মার্চ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় তানোর উপজেলা পরিষদের অডিটরিয়ামে পূজা উদযাপন পরিষদ দিবার্ষিক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যাম কুমার দত্ত, সাধারণ সম্পাদক পূজা উদযাপন কমিটি তানোর উপজেলা শাখা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিল সরকার সহ-সভাপতি রাজশাহী জেলা আওয়ামীলীগ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা ও চেয়ারম্যান উপজেলা পরিষদ বাগমারা রাজশাহী। উক্ত সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর হায়দার রশিদ ময়না চেয়ারম্যান উপজেলা পরিষদ তানোর রাজশাহী। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাবু অসিত কুমার ঘোষ, শ্রী যুক্ত বাবু অম্বর কুমার সরকার, শ্রীযুক্ত বাবু কাঞ্চন রায়, নিযুক্ত বাবু রঞ্জন কবিরাজ, শ্রীযুক্ত বাবু দিলীপ কুমার সরকার, এছাড়াও উক্ত সম্মেলনে সঞ্চালনায় ছিলেন পুরোহিত বিশ্বজিৎ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক পূজা উদযাপন পরিষদ তানোর উপজেলা শাখা।
সভায় নতুন কমিটির তালিকা প্রণয়ন ও আগামী দিনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সঠিক দিক নির্দেশনামূলক বক্তব্য বক্তাগণ তুলে ধরেন। উক্ত আলোচনায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ তারা দেন এবং এই সংগঠনের কার্যক্রম আগামী দিনে বেগবান করার জন্য তারা বিশেষ বিশেষ সুবিধা পাওয়ার কথা জানান।